জাতীয়

অবশেষে আলোকচিত্রী শহিদুল আলম জামিনে মুক্ত

By Daily Satkhira

November 20, 2018

অনলাইন ডেস্ক: তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী ড. শহিদুল আলম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, জামিননামায় কিছু ভুল থাকায় তা সংশোধনের জন্য আবারো সিএমএম আদালতে পাঠানো হয়। পরে সংশোধনী হাতে পেয়ে রাতে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ শহিদুল আলমের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ৫ আগস্ট শহিদুল আলমকে বাসা থেকে নেওয়ার পর ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট রিমান্ডে নেয় পুলিশ। এ মামলায় ৬ আগস্ট সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়।