জাতীয়

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ নিখোঁজের খবর গুজব

By daily satkhira

November 21, 2018

দেশের খবর: ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামে বেশ কয়েকটি অখ্যাত নিউজপোর্টাল সংবাদ প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এ খবর। খবরটিকে নিছক গুজব হিসেবে বলেছে তথ্য মন্ত্রণালয়। বুধবার (২১ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য মন্ত্রণালয়ের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ খবরটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও গুজব’ জানিয়ে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে।

তথ্য বিবরণীতে বলা হয়, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামে সোশ্যাল মিডিয়া ও কয়েকটি নিউজপোর্টালে প্রচারিত সংবাদটি একটি গুজব। ফ্রান্সের থ্যালাস এলেনিয়া স্পেস কোম্পানি স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। এই স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বাংলাদেশ টেলিভিশন প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান প্রচার করছে। অতএব, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ শিরোনামে প্রচারিত সংবাদটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব। উল্লেখ্য, গত ১১ মে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নিউয়র্কের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে স্যাটেলাইটের মালিকানায় নাম লেখায় বাংলাদেশ।