তালা

তালা মহিলা কলেজের মতবিনিময় সভা

By daily satkhira

January 12, 2017

তালা প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে তালা মহিলা কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশকে সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অত্র কলেজের উদ্যেগে এক মতবিনিময় সভা সংশ্লিষ্ট কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মঞ্জুরুল হাসান মাসুদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। এছাড়া সভায় কলেজের উপাধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা প্রভাষক নিলুফার বানু ও ছাত্রীদের মধ্যে ধৃতি মন্ডল বক্তব্য রাখেন। সভার প্রধান অতিথি তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির চালিকা শক্তি। সুতরাং তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যত জাতি পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রাখতে হবে। তিনি বলেন, লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তথা আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য সকল ধরনের সহায়তা প্রদান করা হবে। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ সহ ইভটিজিং বন্ধে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান। মতবিনিময় সভায় অত্র কলেজের শিক্ষকমন্ডলী, কর্মচারীগণ সহ ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।