খেলা

মাইলফলকের হাতছানি

By daily satkhira

November 22, 2018

খেলার খবর: ৫৩ টেস্টে ১৯৬ উইকেট নিয়ে সাদা পোশাকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর মাত্র চার উইকেট দরকার সাকিবের। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই কীর্তিটা হয়ে যেতে পারে। চট্টগ্রামে আগের ১৪ টেস্টে সাকিবের উইকেট সংখ্যা ৫০।

৩১ বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে চার হাজার রানের মাইলফলক ছুঁতে মাত্র ৩১ রান প্রয়োজন মুশফিকুর রহিমের। ৬৪ টেস্টে মুশফিকের রান ৩৯৬৯। এছাড়া চট্টগ্রাম টেস্টে ৮১ রান করতে পারলে সাদা পোশাকে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন মুশফিক। ৫৬ টেস্টে ৪০৪৯ রান নিয়ে শীর্ষে থাকা তামিম ইকবাল ইনজুরির দরুন খেলছেন না চট্টগ্রাম টেস্টে।

১৩১ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাত টেস্টে মুমিনুল হকের রান ৮৬৯। এই মাঠে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক ছুঁতে ১৩১ রান দরকার তার। কাজটা খুব কঠিন হওয়ার কথা নয়। মুমিনুল তার সাতটি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই করেছেন চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ১০৯২ রান মুশফিকের।

১৩ জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে দুই টেস্টে ১৮ উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিতে পারলেই বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন এই বাঁ-হাতি স্পিনার। ২১ টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা ৮৭। তার সামনে রয়েছেন শুধু মোহাম্মদ রফিক (১০০) ও সাকিব (১৯৬)।

১০ ১৬ টেস্টে মেহেদী হাসান মিরাজের উইকেট সংখ্যা ৬৯। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ১০ উইকেট পেলেই শাহাদাত হোসেন (৭২) ও মাশরাফি মুর্তজাকে (৭৮) টপকে টেস্টে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি হবেন মিরাজ।