জাতীয়

ইভিএম নিয়ে বিকালে বিশেষজ্ঞদের মত শুনবে ঐক্যফ্রন্ট

By daily satkhira

November 22, 2018

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর লেকশোর হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। ঐক্যফ্রন্টের এ মতবিনিময় সভায় তথ্য-প্রযুক্তি ও ইভিএম বিষয়ে বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। এ ছাড়া থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তবে জোটের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেনের উপস্থিতির বিষয়টি এখনও নিশ্চিত করা যাচ্ছে না।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক নেতা বলেন, ‘ইভিএম নিয়ে বিশেষজ্ঞদের মতামত জানা হবে। ইভিএমের কার্যকারিতা, ভোট কারচুপির বিষয় এবং এর জনবান্ধবতা নিয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞদের মতামতের পর ইভিএম নিয়ে আমরা একটি সিদ্ধান্ত জানাব। আপত্তি থাকলে সেগুলো লিখিত আকারে নির্বাচন কমিশনকে জানানো হবে।’ বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের পর ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিও আলাদা বৈঠকে বসবে। পরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে ইভিএম নিয়ে জোটের অবস্থান ব্যাখ্যা করা হবে।