দেবহাটা

দেবহাটায় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইউএনওর প্রেস ব্রিফিং

By daily satkhira

November 22, 2018

কে.এম রেজাউল করিম: দেবহাটায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাফিজ-আল আসাদ এক প্রেস ব্রিফিং করেছেন। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ্যে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। এসময় ইউএনও সাংবাদিকদেরকে জানান, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলাতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে যে নির্দেশনা দেয়া হয়েছে বা হচ্ছে সেগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে উল্লেখ করে ইউএনও জানান, নির্বাচন শান্তিপূর্ন ও উৎসবমুখরভাবে করতে যথাযথ কার্য্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেবহাটা উপজেলাব্যাপী ৪০টি কেন্দ্র তিনি নিজে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং প্রত্যেকটি কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা ভাল আছে বলে তিনি মতামত ব্যক্ত করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে ইউএনও জানান, কোন ধরনের বিশৃঙ্খলাকারী বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি কেউ কোন অভিপ্রায় চালায় তবে তার বা তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি জানান, নির্বাচন কমিশন যে নির্দেশনা দেবে সেগুলো বাস্তবায়নে তারা কাজ করবেন। এক প্রশ্নের জবাবে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, সন্ত্রাসী, অরাজকতাকারী বা নির্বাচনকে ক্ষতিগ্রস্থ করতে যারা কোন অপচেষ্টা চালানোর তৎপরতা চালাতে চায় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ২৪ ঘন্টা মরিটরিং করছে এবং অভিযান অব্যাহত আছে। উক্ত প্রেস ব্রিফিংয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল হাই রকেট, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিঞ্চুপদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে প্রভাষক ও দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক প্রভাষক রাজু আহমেদ, সুমন বাবু, আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, আকতার হোসেন ডাবলু, কে.এম রেজাউল করিম, প্রভাষক ইয়াছিন আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুজন ঘোষ, লিটন ঘোষ বাপী, দিপঙ্কর বিশ্বাস, সজল ইসলাম, মোসলেম আলী প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।