সাতক্ষীরা

ফিংড়ীতে ডি,এই ব্লুগোল্ড সিএ,ডাব্লু,এম’র মাঠ দিবস

By daily satkhira

November 22, 2018

প্রেস বিজ্ঞপ্তি : ব্লুগোল্ড কর্মসূচির আওতায় কৃষি উৎপাদনের জন্য প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় গোবিন্দপুর ও ফিংড়ী ঠাকুরপাড়া ডি,এই ব্লুগোল্ড সিএ,ডাব্লু,এম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ফিংড়ী মাঠে নিমাই চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবেস প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দু বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্লাবনী সরকার, উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ, বিশ^জিৎ দাস, নীলকণ্ঠ সরকার, মোঃ হাবিবুল্লাহ, হাসানুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমরা বাংলাদেশীরা খাদ্যে, মাছে ও মাংসে স্বয়ং সম্পূর্ণ হয়েছি। আমাদের পুষ্টির চাহিদা পূরণ, তেলের ঘাটতি পূরণে ফল,সবজি ও মশলার আবাদ বৃদ্ধি করার আহ্বান জানান। বিশেষ অতিথি কৃষি অফিসার আমজাদ হোসেন বলেন, টেকসই কৃষি উন্নয়ন, কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে ক্লাব গঠন করে দলগতভাবে কাজ করা। সঞ্চয় করা ও ব্লুগোল্ড স্কুল শেষ হওয়ার পরে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সকল কার্যক্রম বজায় রাখার আহ্বান জানান। উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ বলেন,ফিংড়ী এলাকার মাঠে রোপা আমন ধান কেটে বারি সরিষা-১৪ বপন করে বোরো চাষ করা, ফল গাছের পরিচর্যা করা, গাছে সুষম সার ব্যবহার করা, নারিকেল গাছঝোড়া ও মাকড় নাশক ব্যবহার করা এবং বেগুন ও সবজি,আম, পেয়ারার মাছিপোকা দমনে সেক্সফেরমন ফাঁদ ব্যবহার করার আহ্বান জানান। উক্ত মাঠ দিবসে ২০০জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।