আন্তর্জাতিক

পাকিস্তানে চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলা, নিহত ৫

By Daily Satkhira

November 23, 2018

বিদেশের খবর: পাকিস্তানের বন্দরনগরী করাচিতে চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে করাচির ওই কূটনৈতিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের গুলিতে তিনজন বন্দুকধারী নিহত হয়েছেন।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, নিরাপত্তারক্ষীদের বাধা টপকে চীনা কনস্যুলেটে ঢোকার সময় বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় পাল্টা গুলি ছোড়েন কনস্যুলেটের নিরাপত্তারক্ষীরাও। বন্দুকযুদ্ধে চীনা কনস্যুলেটের দুই নিরাপত্তারক্ষী প্রাণ হারান। গুরুতর আহত হন একজন। পাল্টা গুলি বিনিময়ে তিন বন্দুকধারী নিহত হন। পরে বন্দুকধারীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। গোলাগুলির শব্দ শোনা যায় একটু দূরে ক্লিফটন এলাকা থেকেও। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

অপর আরেক ঘটনায় পাকিস্তানের আদিবাসী এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আজ সকালে ওরাকজাই শহরের উত্তর–পশ্চিমে একটি বাজারে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।