আশাশুনি

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

By Daily Satkhira

November 23, 2018

আশাশুনি ব্যুরো : ১২ রবিউল আওয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসিজদের উদ্যোগে রালী, মহানবী (সা) এর জীবনি আলোচনা, মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এবং কোন কোন স্থানে বৃহস্পতিবারও দিবস পালন করা হয়। এ উপলক্ষে গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য সাদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সকাল ৮ টায় মাদরাসা চত্বর থেকে বিশাল জশনে জলুস ঈদ-ই-মিলাদুন্নবী র‌্যালী বের করা হয়। র‌্যালিটি গুনাকরকাটি ব্রীজ হয়ে কুল্যার মোড় হয়ে বুধহাটা বাজারে গিয়ে করিম সুপার মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা রাখেন মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ¦ মাওঃ আবু তাহের, মাওঃ আরিফুল্লাহ ও মাওঃ রবিউল ইসলাম। পরে পুনরায় র‌্যালি বের করা হয় এবং কুল্যার মোড় হয়ে মাদরাসা ময়দানে গিয়ে নাত-ই-রসুল, গজল, মহানবীর জীবনী আলোচনা ও মীলাদ-দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, খানকায়ে আজিজীয়ার পীর সাহেব হুজুর খাজা মোহাম্মদ মিনহাত উল্লাহ। আশাশুনি সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কলেজ জামে মসজিদে আলোচনা ও মীলাদ মাহফিলের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ হোসেন আলির সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা রাখেন, আরবী প্রভাষক আসমাতুল্লাহ আল-গালিব ও মসজিদের খতিব হাফেজ মাওঃ আবু হাসান। অনুষ্ঠানে প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। গুনাকরকাটি পশ্চিমপাড়া জামে মসজিদ ঃ বুধবার সন্ধ্যায় মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির আয়োজনে মাহফিলে মূল আলোচনা রাখেন, প্রভাষক মাওঃ রবিউল ইসলাম। এছাড়া হাফেজ রায়হান, মাওঃ ওছমান গনি, মাওঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মীলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেনের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, সিরাজুল ইসলাম, সালামত হোসেন, মাওঃ আঃ ওহাব প্রমুখ। এছাড়া উপজেলার কুন্দুড়িয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।