শ্যামনগর

নুরনগরে ব্যাটারি ভ্যান দুর্ঘটনায় শিশুর মৃত্যু

By Daily Satkhira

November 23, 2018

পলাশ দেবনাথ, নুরনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগরের রামজীবনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যাটারী চালিত ভ্যান খালে পড়ে গিয়ে শিশু মিম (৫) নিহত হয়েছে। সে রামজীবনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানাযায় গতকাল বিকাল ৪টার দিকে এই দূর্ঘটনা ঘটে। রামজীবনপুর মল্লিক পাড়া গ্রামের মুজিবর মল্লিকের শিশু কন্যা মিম সহ পরিবারের কয়েক জন দাওয়াত বাড়ী থেকে ফিরে আসার সময় উক্ত স্থানে ব্যাটারী চালিত ভ্যান উল্টে খালে পড়ে যায় এসময় ভ্যানের ছাউনির একটি অংশ শিশু মিমের মাথায় ঢুকে যায় এবং ঘটনা স্থলে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা। দূর্ঘটনার কারন খুঁজতে গিয়ে দেখা গেছে শিশু মিমের চাচাতো ভাই জাহিদুর সে ৫ম শ্রেনীতে পড়ে বয়স ১২বছর সে উক্ত ভ্যান চালাচ্ছিল। এছাড়া শিশুটির মা সহ কয়েক জন কম বেশি আহত হয়েছে বলে জানা গেছে। দূর্ঘটনার পর শ্যামনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে আসে এবং শিশু মিমের লাশ থানায় নিয়ে গেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। নুরনগর-শ্যামনগর সড়কে ব্যাটারী চালিত ভ্যান দূর্ঘনায় একাধিক মানুষের প্রান গেলেও প্রসাশনিক কোন প্রকার বাধা না থাকায় অপ্রাপ্ত বয়সের ছেলেদের ব্যাটারী চালিত ভ্যান চালাতে দেখা যায়। এবিষয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু মিমের মরদেহ শ্যামনগর থানা পুলিশের হেফাজতে ছিল।