খুলনা

পাইকগাছার কাঠামারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

By Daily Satkhira

November 23, 2018

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় লতার কাঠামারী রাস মিলন মেলা উদযাপন কমিটির উদ্যোগে ৪৭তম রাস উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের গুনোখালী নদীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩টি নৌকা দলের মধ্যে পুটিমারী খাঁজা বাবা নৌকা প্রথম, গড়খালীর আল্লারদান দ্বিতীয় এবং শামুকপোতা জয়মা নৌকা তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে উদযাপন কমিটির সভাপতি প্রেমাংশু সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান স.ম. আব্দুল বারী, এস,আই শরীফ আল-মামুন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ক্রীড়া সম্পাদক এস,এম, বাবুল আক্তার, ইউপি সচিব জাবেদ ইকবাল, আ’লীগনেতা গোলক বিহারী মন্ডল, ভূধর চন্দ্র বিশ্বাস, প্রকাশ সরকার টুকু, মহিলা আ’লীগনেত্রী রাধিকা রাণী গোলদার, ইউপি সদস্য কৃষ্ণ রায়, আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য লক্ষ্মী রাণী গোলদার, ব্যাংক কর্মকর্তা নিউটন রায়, সঞ্জিব সরকার, কুমারেশ মন্ডল, বিধান চন্দ্র, যুবলীগনেতা মৃগাঙ্গ মন্ডল, বাবলু গোলদার, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রসাদ সরকার, আনন্দ বিশ্বাস, সুজিত বিশ্বাস, দেবব্রত শীল, দেবনাথ স্বর্ণকার, সঞ্জয় হালদার, সুকান্ত সরকার, উৎপল সরকার, সরাজ মন্ডল, কৌশিক সরকার, অসীম অধিকারী, সোমনাথ স্বর্ণকার, গৌতম মন্ডল, বিপ্লব সরকার ও অনুপ বিশ্বাস। এর আগে সকালে নীলকোমল ঠাকুরের পূজা, পূণ্য¯œান ও সবশেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।