সাতক্ষীরা

আলীপুরে ভাইপোর অত্যাচারে অতীষ্ঠ চাচা ॥ ব্যবস্থা গ্রহণের দাবি

By daily satkhira

November 24, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের আলিপুরে ওয়ারেশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির দখল না দিয়ে জোর পূর্বক দখল বজায় রাখতে আপোন চাচা ও চাচাতো ভাইদের বিভিন্নভাবে হয়রানি অভিযোগ উঠেছে ভাইপোর সাইদুজ্জামানের (বাবুল) বিরুদ্ধে। বিভিন্ন দপ্তরের অভিযোগের সূত্রে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ২০১৫ সালে স্থানীয় মানবাধিকার কমিশন হতে পরিকল্পিত রিপোর্ট সংগ্রহ করে মার্চ/২০১৭ বহিরাগতদের দিয়ে প্রাচীর নির্মাণ করে। সে সম্পত্তি প্রাপ্য ভিটা-বাড়িতে ১৫.০৩ শতক, দখল ২৬.৯৮ শতক এবং বিলান জমি প্রাপ্য ৫৩.৪৯ শতক, দখল ৬৯.৪৬ শতক। অবৈধ দখল বজয় রাখতে অক্টোবর/১৭ আদালতে মিথ্যা অভিযোগে সার্বিক দায়িত্ব পালনকারী মোঃ হাবিবুল্লাহ বাহারকে প্রধান আসামী করে পরিবারের আরো তিন জনের নামে মিথ্যা মামলা করে। চোরাকারবারী সাইদুজ্জামানের স্বাক্ষী ভগ্নিপতি খাইরুল ইসলাম বাদে, অন্য স্বাক্ষীগন সহ ১৮৫ জন প্রতিবেশী মামলার বিরুদ্ধে গণস্বাক্ষর করেন। উক্ত সাঈদুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলাগুলো হলো- এসটিসি ১৭১/১৩(পাটকেলাঘাটা), জি,আর ৬৩২/১৭(সদর থানা), ১২৮৪। এছাড়াও ডিজিডি নং- ১৯১৩, ৩৮৬, ১৪৬৬, ৭৩৭। মামলার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ঘটনা স্থলে আসামীরা তার বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে বাদীসহ তার মাকে মারপিট, সোনার দুল, টাকা চুরি, শ্লীলতাহানী, হত্যার টেষ্টা, খুন জখম করার হুমকি প্রদান করেছে এই মর্মে মামলা দায়ের করেছে। তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন জমি- জায়গা নিয়ে বিরোধ থাকায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে এবং পিসি আইনের ৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৫৪/৩৮০/৩৭৯/৫০৬ (খ)/১৪৪ ধারার অপরাধ ও আরজিতে কোন সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে জুন/১৮ মামলাটি খারিজ হয়। চোরাকারবারী সাইদুজ্জামানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা চলমান রয়েছে। ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তা তার তদন্ত করেছে এবং গত ১৬ নভেম্বর বসে উক্ত বিষয় সমাধান না হওয়ায় আগামী ২৩ নভেম্বর থানায় শালিসী বৈঠক নির্ধারণ করে। এরই মধ্যে ওই চোরাকারবারী আরো একটি জমি দখল করে নেয়। কোনো আইনই মানছেন না চোরাকারবারী সাইদুজ্জামান। উক্ত সম্পত্তি অবৈধভাবে গ্রাস করতে কোটি টাকা খরচেরও ঘোষণা দেন সাইদুজ্জামান। এ আইন অমান্যকারী চোরাকারবারী সহ সহযোগীদের হাত থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।