নিজস্ব প্রতিবেদক : পুকুরে কাঁপড় কাঁচতে নিষেধ করায় এক গৃহবধুকে পিটিয়ে জখম করেছে প্রতিবেশিরা। আহত গৃহবধু মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুরডাঙ্গি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত গৃহবধু বিশ্বাসী সরকার যদুরডাঙ্গি গ্রামের নৃপ্রেন্দ নাথ সরকারের স্ত্রী। সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধু বিশ্বাসী সরকার জানান, তাদের পুকুরে কাঁপড় কাঁচতে আসে একই এলাকার প্রশাদ সরকারের স্ত্রী উর্মিলা সরকার। বিশ্বাসী সরকার উর্মিলাকে কাপড় কাঁচতে নিষেধ করলে দুইজনের মধ্যে কথাকাটি হয়। এরপর উর্মিলা সরকারের ছেলে বিপ্লব সরকার তার স্ত্রী রতœা সরকার তাকে বেধম মারপিট করে আহত করে। মারাত্মক আহত অবস্থায় গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার মুখে,হাতে ও পায়ে মারাত্মক জখমের চিহৃ রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান দীপঙ্গর কুমার দীপ জানান, মারামারির ঘটনা শুনেছি। স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা চলছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।