ব্রহ্মরাজপুর প্রতিনিধি: ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ইউনিয়ন আওয়মীলীগ সভাপতি নিলীপ কুমার মল্লিক এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুস সোবহান,সাধারণ সম্পাদক মোঃ মগরেব আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ অজিয়ার রহমান,ইউ পি সদস্য রেজাউল করিম মিঠু প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালে ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের নির্জন কারাগারে পাঠানো হয়। নয় মাস কারাগারে অসহনীয় নির্যাতন আর প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে তিনি মৃত্যুর প্রহর গুনতে থাকেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি বাঙালির জয়গান গেয়েছেন। তারা বলেন, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন। ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বন্ধু দেশসমূহ দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ অলিউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, আব্দুর রশিদ, মিজানুর রহমান, আহসান উল্লাহ, ফিরোজ কবির,মামুন হোসেন,সিদ্দিক হোসেন নারায়ন চন্দ্র ঘোষ ও ওয়ার্ড আওয়ামীলীগের নের্তৃবৃন্দ সহ প্রমুখ।