খেলা

৫০ বছর আগের রেকর্ড ভাঙলেন রোনালদো

By daily satkhira

November 25, 2018

অনলাইন ডেস্ক: রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে গিয়ে প্রথম তিন ম্যাচ গোল পাননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে অনেক সমালোচনা এমনকী হাসাহাসি হয়েছে। অনেকে বলেছেন, রিয়াল ছেড়ে ভুল করেছেন রোনালদো। এরপর থেকে ইতালিয়ান সিরি আ-তে জাদু দেখিয়েই চলছেন জুভেন্তাস তারকা। পরবর্তী ১০ ম্যাচে গোলসংখ্যায় সিআর সেভেন ভেঙে দিলেন ৫০ বছর আগের রেকর্ড! গত ৫০ বছরে জুভেন্তাসের হয়ে ১৩ লিগ ম্যাচ শেষে রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করেননি। গতকাল এসপিএএলের বিপক্ষেও গোল করেছেন তিনি। নিন্দুকদের মুখে ছাই দিয়ে চলতি লিগে এই নিয়ে ১৩ ম্যাচে ৯ গোল করেছেন রোনালদো। আর এতে ৫০ বছর আগের এক রেকর্ড ছুঁয়েছেন পর্তুগিজ তারকা। রোনালদোর আগে সর্বশেষ ১৯৬৮-৬৯ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন ইতালিয়ান স্ট্রাইকার পিয়েত্রো আনাস্তাসি। ১৯৬৮ সালে পরাশক্তি জুভেন্তাসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অঘটন ঘটিয়েছিল ভারেসের মতো অপরিচিত দল। সেই ম্যাচেই নজর কেড়েছিলেন আনাস্তাসি। এই এক ম্যাচের পর ইতালি জাতীয় দলে জায়গা পেয়ে যান। এরপর জায়ান্ট ক্লাব জুভেন্তাস তাকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে দলে টেনেছিল। এরপর নতুন ক্লাবের জার্সিতে প্রথম ১৩ ম্যাচে আনাস্তাসি করেছিলেন ৯ গোল।