তালা

নগরঘাটা ইউনিয়ন জাসদের কমিটি গঠন

By daily satkhira

January 13, 2017

প্রেসবিজ্ঞপ্তি: ১২ জানুয়ারি বিকাল ৪টায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে আব্দুস সবুরকে সভাপতি এবং মোঃ শাহীনুর কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিস্ট কমিটি গঠিত হয় জাসদের উদ্যোগে। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরকার কাজেম আলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম হেলাল, পৌর জাসদ নেতা আব্দুল্লাহ, তালা উপজেলা জাসদ নেতা ইয়াকুব আলীসহ অনেকে। মুক্তিযুদ্ধের চেতনায় ন্যায় বিচার ও সু-শাসন প্রতিষ্ঠার লড়াইকে গতিশীল করার জন্য জাসদকে জনগনের দল হিসাবে প্রতিষ্ঠিত করার তাগিদ দেন নেতৃবৃন্দ। সকল ধর্মবর্ণের মানুষের জন্য সমতা বিধান ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলার জন্য গণতন্ত্রের চর্চা জরুরি রাষ্ট্র, রাজনীতি জনকল্যাণ করতে হবে, পকেট ভরার জন্য বা ভাওতা বাজির জন্য রাজনীতি নয়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যুব সমাজের সঠিক দিক নির্দেশধনা ও কৃষক সমাজকে টেকসই উন্নয়নে সম্পৃক্ত করার জন্য রাজনীতির চর্চা দরকার। স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে মান সম্পন্ন শিক্ষা ও সবার জন্য স্বাস্থ্য সেবার দাবিতে রাজনৈতিক কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ, দারিদ্র দূরীকরনের যুদ্ধই হল জাসদের রাজনীতি। সেই রাজনীতির যুদ্ধ হওয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান, তালা উপজেলার জে এসডি নেতা, আব্দুল মজিদের মৃত্যুতে জাসদ নেতৃবৃন্দ শোকজ্ঞাপন করেন। তালা জাসদ সভাপতি দেবাশীষ দশ পলাশ, গোপাল বসুসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।