সাতক্ষীরা

সতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ অনুষ্ঠিত

By daily satkhira

November 25, 2018

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯œ কর্তৃক আগ্নি নিরুপন,আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান বিষয়ক বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর রবিবার সকাল ১০টা ৩০মিনিটে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ছফুরুনেছা মহিলা কলেজ সংলগ্ন ইয়ামাহা মটর সাইকেল শোরুমের নিজস্ব শোরুমে এই প্রশিক্ষণ কর্মশালা টি অনুষ্ঠিত হয়। এই সময় আগুন কিভাবে নেভাতে হবে, কিভাবে আহতদের উদ্ধার করতে হবে,কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এই বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯œ এর উপ সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম,ষ্টেশন অফিসার মো: আজিজুল রহমান,ইয়ামাহা শোরুমের স্বতাধীকারী আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ,এ সি আই মোটরস্ এর সার্ভিস ইজ্ঞি: মো: আনিসুর রহমান প্রমুখ। উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯œ এর উপ সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম,ষ্টেশন অফিসার মো: আজিজুল রহমান,ইয়ামাহা শোরুমের স্বতাধীকারী আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯œ এর উপ সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম বলেন কোথাও আগুন লাগলে ভীত না হয়ে সাহসের সাথে অবস্থার মোকাবেলা করতে হবে। যে কোন সময় যে কোন জায়গায় দূর্ঘটনা ঘটতে পারে তাই সবাইকে সচেতন থাকতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯œ এর নাম্বারটি সবাইকে সংরক্ষণ করার পরামর্শ দেন তিনি। আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ বলেন আগুন শব্দটি শুনতেই মানুষ ভয় পায়। ভয় না পেয়ে আমাদের উচিত সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা কারা। মানুষ যদি সচেতন হয় তবে সহজেই আগুন সহ যে কোন দুর্যোগের ক্ষতির পরিমান কমানো সম্বভ। এই সময় ইয়ামাহা মটর সাইকেল শোরুমের ১২জন মেকানিককে উক্ত বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া।