সাতক্ষীরা

জাতীয় সমবায় দিবস পালিত

By daily satkhira

November 25, 2018

নিজস্ব প্রতিবেদক : ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় ভিত্তিক সমাজগড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি শ্লোগানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউরজামান। এর আগে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ, সদর উপজেলা সমবায় অফিসার শরিফুল ইসলাম, পরিদর্শক রাম প্রসাদ ঢালী, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সভাপতি হেনরি সরদারসহ জেলা ও সদর উপজেলা সমবায় কর্মকর্তাবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাসদস্যবৃন্দ। এসময় সমবায়ের গুরুত্ব তুলে ধরে বক্তারা আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণ নাথ দাশ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয়ভাবে ৪৭তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধণ ঘোষণা করেন।