আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ৪৭ তম জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “বর্তমান সরকারের চিন্তাধারা সমবায়ের মাধ্যমে উন্নয়ন করা সহ সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসহি উন্নয়ন নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্ত্বর হতে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এতিম ছেলেদেয়েদের জন্য কারিগরী প্রশিক্ষন কেন্দ্র চত্বওে গিয়ে শেষ হয়। পওে প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা জি এম আনছারুল আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম। উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক এমএম সাহেব আলীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক সন্যাসী মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুল গনি, সাবেক মহিলা মেম্বর কল্যানী সরকার, এনিজও ও সমিতি প্রতিনিধি ইয়াছিন আলী, সমীরন বাইন, বিপ্লব মজুমদার, মিজানুর রহমান, প্রশান্ত সরকার প্রমুখ। সভায় উন্নয়ন কর্মকান্ডে সফলতা অর্জন করায় উপজেলার ১৭টির সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বুধহাটা বুশরা গ্রাম উন্নয়ন সমিতির পক্ষে শ্রেষ্ঠ সমিতির পুরুষ্কার গ্রহণ করেন সাধারণ সম্পাদক ইয়ছিন আলী।