জাতীয়

সাজেদা চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় ফরিদপুরে বিক্ষোভ

By daily satkhira

November 26, 2018

দেশের খবর: ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় রোববার বিকেল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের মনোনয়ন মহাজোটের প্রার্থী জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সালকে মনোনয়ন দেওয়ার খবর নগরকান্দা-সালথায় প্রচার হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় কয়েক হাজার বিক্ষুব্ধ নেতা-কর্মী ঢাকা-খুলনা মহাসড়কের চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা নামক স্থানে মহাসড়ক অবরোধ করেন। বিকেল ৫টা থেকে হাজার হাজার নেতা-কর্মী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এতে ছিলেন চরযশোরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ও তাঁদের সমর্থকরা। এ সময় তাঁরা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে নানা স্লোগান দেন।

বিক্ষুব্ধ নেতারা জানান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে ছাড়া ফরিদপুর-২ আসনে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজন লাগাতার মহাসড়ক অবরোধ ও হরতাল দিয়ে এ অঞ্চল অচল করে দেওয়া হবে। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরীকে বাদ দিয়ে জাকের পার্টির চেয়ারম্যানকে এ আসনে মহাজোটের প্রার্থী করা হলে তাঁকে মেনে নেওয়া হবে না।

এদিকে অবরোধের ফলে ঢাকা-গোপালগঞ্জ সড়কের দুই পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। রাত ৮টার দিকে সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু ঘটনাস্থলে পৌঁছালে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ থেকে সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেওয়া হয়। সমাবেশ শেষে অবরোধ তুলে নেওয়া হয়। আজ সকালেও বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।