শ্যামনগর

শ্যামনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন; দীনেশ সভাপতি, হেলাল সম্পাদক

By Daily Satkhira

January 14, 2017

মোস্তফা কামাল: ব্যাপক উৎসাহ উদ্ধীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শ্যামনগর উপজেলা শাখার নির্বাচনে দীনেশ চন্দ্র মন্ডল সভাপতি ও সিরাজুল ইসলাম (হেলাল ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনকে ঘিরে চারিদিকে সাজ সাজ রব ও উপচে পড়া জনতার ভিড় ছিল দর্শনীয়। ভোট কেন্দ্র হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার আশপাশে পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দ্বারে দ্বারে ঘুরে শুক্রবার শেষ পরীক্ষায় নির্বাচনের জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ হল। এ নির্বাচনে ৯৮৭ জন ভোটারের মধ্যে ৯৩১টি ভোট কাস্টিং হয় এবং ১ টি ভোট বাতিল হয়। ২৫টি পদের বিপরীতে ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ নির্বাচনে সভাপতি পদে দীনেশ চন্দ্র মন্ডল (ছাতা প্রতীক) ৫৩১টি ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদন্দ্বী আব্দুল্যাহ আল-মামুন (হরিণ প্রতীক)২৭৩ ভোট, জি এম শফিউল আযম মিন্টু(গোলাপফুল প্রতীক)৭২ ভোট, বিধান চন্দ্র মন্ডল(রজনীগন্ধা ফুল প্রতীক)৫৫ভোট পান। সিনিয়র সহ-সভাপতি পদে জাহাংগীর আলম মই প্রতীকে ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুলাল মিস্ত্রি (মাছ)২৮৮ ভোট, নজরুল ইসলাম কাপ পিরিচ ২১১ ভোট পান।সহ-সভাপতি(পুরুষ) নির্বাচিত হয়েছেন-আবু হানিফ পাখা প্রতীক ৫১৬,আঃ রহমান আম প্রতীক ৪৫১,আঃ কাশেম টেবিল ৪২৯,মহসিন আলি চাকা ৪২২,মাহতাব উদ্দীন তাল ৪১৫ ভোট পান।তাদের নিকটতম জাহাংগীর ফারুক বাল্ব ৪০৭,হোসেন আলি তালগাছ ৩৪৭,আজগর আলি আনারস ৩৪৩,গনেশ চন্দ্র সাইকেল ৩২৪,হযরত আলি কাউচী ২৭৯,আঃ সবুর গরুর গাড়ি ১০৫ ও আঃ সবুর তরফদার পেঁপেঁ ৯৫ ভোট পান। সহ-সভাপতি(মহিলা) নির্বাচিত হয়েছেন-সেলিনা কাজল মোবাইল প্রতীক ৫৭৯,নাজমা পারভীন হাসঁ প্রতীক ৪৯২,জেরিন ফারাহ দিশা কুলা প্রতীক ৪৪২ ভোট। তাদের নিকটতম প্রভাবতী মন্ডল মগ প্রতীকে ৪০৭, সাহারা বেগম কলস প্রতীক ৩০৩ ও ফেরদৌসী সুলতানা ডাব প্রতীক ২৩৭ ভোট পান। সেক্রেটারী পদে সিরাজুল ইসলাম হেলাল(মোরগ প্রতীক) ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম মামুনুর রশিদ (ফুটবল প্রতীক) ২৭৬, রবিউল হক (ঘোড়া প্রতীক) ২৪৭ ও আশরাফুল হুদা ( দেওয়াল ঘড়ি প্রতীক) ৬২ ভোট পান। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন-সিনিয়র যুগ্ম সম্পাদক জি,এম মোয়াজ্জেম হোসেন মিলন টেলিভিশন প্রতীক ৩৪৮, যুগ্ম সম্পাদক মোহাদ্দেছুর রহমান ঊট প্রতীক ৫১৪, সহ- সম্পাদক(পুরুষ)শাহরুখ গহর টেলিফোন প্রতীক ৩৬৪, সহ- সম্পাদক(মহিলা)আরতী মিস্ত্রি প্রজাপতি প্রতীক ৩৮৯, টেলিফোন প্রতীক ৩৬৪, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রিক্সা প্রতীক ৩২৫, সহ- সাংগঠনিক সম্পাদক মশিঊর রহমান উড়োজাহাজ প্রতীক ২৮৬,দপ্তর সম্পাদক আঃ বাসার দোয়াত কলম প্রতীক ৩৬১, অর্থ সম্পাদক আঃ হামিদ হ্যারিকেন প্রতীক ৪০৩,তথ্য ও প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম হেলিকাপ্টার প্রতীক ৩৬৮,কাব/স্কাউট সম্পাদক আঃ রাজ্জাক ক্যাপ প্রতীক ৩৪৯,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাজা নাজিম উদ্দীন ওয়ার্ল্ড কাপ প্রতীক ৪১০,সমবায় সম্পাদক অশোক কুমার মন্ডল টিউবওয়েল প্রতীক ৩০৮,মহিলা বিষয়ক সম্পাদক সিরাতুন্নেছা (ফাল্গুনী) চুড়ি প্রতীক ৪৪৫,সহ- মহিলা বিষয়ক সম্পাদক উম্মে হাবীবা কুঁড়েঘর প্রতীক ৩৬০ ভোট পেয়ে সকলেই বিজয়ী হয়েছেন। সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার এ নির্বাচন পর্যবেক্ষন করেছেন এবং জয়ী পরাজয়ী সহ সকল ভোটার,নির্বাচনে দায়িত্বশীলদের আন্তরিক ধণ্যবাদ জানিয়েছেন। এ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন- সহ-সভাপতি(মহিলা) পদে সেলিনা কাজল ৫৭৯ মোবাইল প্রতীকে । উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইসমাইল হোসেন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন সকলের সহযোগিতায় সম্পন্ন হয়েছে।