রাজনীতি

এপর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন যারা

By Daily Satkhira

November 26, 2018

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন চিঠি পেয়ে ইতোমধ্যে নোয়াখালীর পথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারি মুমিনুল ইসলাম সুজন বলেন, ‘গতবার মওদুদ আহমদকে নিজ এলাকায় আওয়ামী লীগের লোকজন দিয়ে এলাকায় বাধা দেয়া হয়েছিল। এবার তা নেই৷ পথে পথে মানুষের ঢল নেমেছে। ব্যারিস্টার মওদুদ আহমদকে গ্রহণ করতে মানুষের স্রোত। এবার বিএনপির পক্ষে মানুষের এই স্রোত কেউ ঠেকাতে পারবে না৷’

একইভাবে মনোনয়ন চিঠি গ্রহণ করেছেন ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মনোনয়ন চিঠি প্রদানের বিষয়টি বিএনপি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিভিন্ন সূত্র মতে, আজ দুপুরের পর মনোনয়ন চিঠি দেয়া হবে গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে।

এ বিষয়ে দূরবর্তী জেলা কক্সবাজার সদর-রামু-৩ আসন থেকে মনোনয়ন প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, ‘মনোনয়ন চিঠি এখনো পাইনি। আমাকে আজকে ৩টার সময় গুলশান কার্যালয়ে যেতে বলা হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’

বিএনপি মনোনয়ন চিঠি প্রদান বিষয়ে কিছু প্রকাশ না করলেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোববারের বক্তব্য অনুযায়ী, ২৭ নভেম্বরের মধ্যে বিএনপির মনোনয়ন চিঠি প্রদান সম্পন্ন করার কথা।

আগামী ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়ার সময়সীমা৷