Exif_JPEG_420

আশাশুনি

আশাশুনিতে অতিরিক্ত ফি আদায় ॥ প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

By daily satkhira

November 26, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনিতে এস.এস.সি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে অতিরিক্ত অর্থ আদায় ও প্রধান শিক্ষক রুহুল আমিনকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিদ্যালয়ে সামনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা গৌর পদ মন্ডল, অভিভাবক সদস্য ডালিয়া খাতুন, এস.এস.সি পরীক্ষার্থী শাহারিয়া হোসেন, শান্ত হোসেন, আনারুল গার্জী প্রমুখ। মানববন্ধনের বক্তারা বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফরম পূরণের ফি নির্ধারিত করে দিলেও সেটি অমান্য করে প্রধান শিক্ষক রুহুল আমিন অতিরিক্ত অর্থের বিনিমিয়ে অযোগ্য শিক্ষার্থীদের ফরম পূরনের মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয় তার বিরুদ্ধে একাধিক স্বেচ্ছাচারিতার অভিযোগও রয়েছে। বক্তারা এ সময় অবিলম্বে প্রধান শিক্ষক রুহুল আমিনকে অপসারণের দাবি জানান।