রাজনীতি

বিএনপিতে যোগ দিয়েছি, মৃত্যু পর্যন্ত থাকব : রনি

By Daily Satkhira

November 26, 2018

রাজনীতির খবর: বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। যোগ দিয়ে পেয়েছেন বিএনপির মনোনয়নও। রনি বলেন, ‘আমি বিএনপিতে যোগ দিয়েছি এবং মৃত্যু পর্যন্ত থাকব ইনশা আল্লাহ।’

আজ সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে ‘ধানের শীষে’র মনোনয়ন নেন তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কঠিন সময়ে ও সংগ্রামে রনির যোগদান আমাদেরকে প্রেরণা জোগাবে। তাঁর মতো মেধাবী ও দেশপ্রেমিক মানুষ বিএনপিতে যোগদানের জন্য অনুরোধ করছি। তাঁকে স্বাগত জানাই।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে গণতন্ত্রের সংগ্রাম দেশনেত্রীর নেতৃত্বে রনি যোগ দিলেন। তাঁকে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা খুব জটিল অবস্থার মধ্যে কাজ করছি।’ ফখরুল আরো বলেন, ‘চেষ্টা করছি যাতে কোনো আসনে কেউ বাদ পড়লে সেটা শূন্য না থাকে। বিএনপি রনিকে অবশ্যই মূল্যায়ন করবে।’

গোলাম মাওলা রনি বলেন, ‘আমি স্বজ্ঞানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলাম। আল্লাহকে হাজির-নাজির জেনে দেশের মানুষকে সেবাদানের জন্য যোগদান করলাম।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বিএনপিতে যোগ দিয়েছি এবং মৃত্যু পর্যন্ত থাকব ইনশা আল্লাহ।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতরাসহ ২০ দলীয় শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, গোলাম মাওলা রনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের চিঠি গ্রহণ করেন। ২০০৮ সালে ওই আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ খ ম জাহাঙ্গীরের কাছে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াইয়ে নেমে হেরে যান তিনি।

এবার এই আসন থেকে মনোনয়ন পাননি বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর। তাঁর পরিবর্তে ‘নৌকা’র টিকিট পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজু।