জাতীয়

আজ আসছেন ইইউ নির্বাচন বিশেষজ্ঞ

By daily satkhira

November 27, 2018

দেশের খবর: নির্বাচনের পূর্বের ও পরের অবস্থা পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি হয়ে আজ মঙ্গলবার ঢাকা আসছেন দুই নির্বাচন বিশেষজ্ঞ। বিষয়টি নিশ্চিত করে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন ‘হ্যাঁ, তারা আসছেন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তারা এখানে থাকবেন।’ ডেভিড নয়েল ওয়ার্ড এবং ইরিনি-মারিয়া গোওনারী সমন্বয়ের এই প্রতিনিধি দ্বয় পরিস্থিতির ওপর এবং প্রয়োজনীয়তা অনুযায়ী দীর্ঘদিন এখানে থাকতে পারেন।

ওই কর্মকর্তা বলেন, ‘আমি তাদের প্রতিদিনকার কাজকর্মের সূচির ব্যাপারে বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বলতে পারি তারা রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনের বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করবেন।’ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদ্বয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, গণমাধ্যমকর্মী, প্রার্থী ও ভোটারদের সাথে কথা বলবেন। পরবর্তীতে তারা এখানকার পরিস্থিতির পর্যবেক্ষণ অনুযায়ী ইইউ সদরদপ্তরে রিপোর্ট পাঠাবেন।