আন্তর্জাতিক

স্কুলে প্রথম দ্বিতীয় শ্রেণিতে হোমওয়ার্ক নয়, ব্যাগের ওজনও বেঁধে দিল ভারত

By daily satkhira

November 27, 2018

বিদেশের খবর: ভারতে স্কুলে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে হোমওয়ার্ক দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। এমনকি স্কুল ব্যাগের ওজন কমাতে নির্দেশিকা জারি করেছে দেশটির মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। এর আগে মুখে বলা হলেও কোনো কাজ হয়নি। এই পরিস্থিতিতেই গতকাল নির্দেশিকা জারি করে মন্ত্রণালয়। নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে যা পড়ালেখা করবে সেটাই যথেষ্ট। আলাদা করে বাড়ির জন্য কোনো পাঠ দেওয়া যাবে না। পাশাপাশি ক্লাস হিসেবে ব্যাগের সর্বোচ্চ ওজনও নির্ধারিত করে দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির স্কুল ব্যাগ ১ দশমিক ৫ কেজির বেশি হবে না। এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে ২ থেকে ৩ কেজি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সর্বাধিক ৪ কেজি, অষ্টম ও নবম শ্রেণির জন্য ৪ দশমিক ৫ কেজি এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ কেজি নির্ধারিত করে দেওয়া হয়েছে নির্দেশিকায়। এছাড়া ক্লাসের বইয়ের বাইরে অন্য কোনো জিনিসপত্র আনা যাবে না বলেও নির্দেশিকায় বলা হয়েছে। – আনন্দবাজার পত্রিকা