বিদেশের খবর: ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির নাম উল্লেখ না করে তাদের কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওদের বিশ্বাস করবেন না ওরা দেবতাকে বিক্রি করে খায়। সোমবার পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে এক সরকারী সভায় এসব কথা বলেন। তিনি বলেন, বিজেপির কাজ হল ধর্মকে ব্যবহার করা। ধর্মের নাম করে তারা ভোট পেতে চায়। মমতা অভিযোগ করেন, ভোটের আগে বিজেপি টাকা ছড়াবে। তবে তিনি বলেন, টাকা নিন তবে ভোট তাদের দিবেন না। এবং বিজেপির রাম থাকলে আমাদের দুর্গা আছে। এছাড়া তিনি বলেন, আপানাদের সেবা করার জন্য আমরা খাদ্য, চিকিৎসা সব দিয়েছি।