খেলা

ইস্কোর জন্য সোলারিকে চাপ

By daily satkhira

November 27, 2018

খেলার খবর: গত শনিবারের আগে এএস রোমার বিপক্ষে ম্যাচ হলে হয়তো ছবিটা অন্যরকম হতো। কিন্তু সেই দিন লা লিগায় এইবারের কাছে লজ্জাজনক হারের পর এবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের উপর চাপটা অনেক বেশি। সান্টিয়াগো সোলারি স্থায়ীভাবে কোচের দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই এইবারের কাছে ৩-০ গোলে হারে রিয়াল। তারপরই আর্জেন্টাইন এই কোচের জন্য ক্লাব কর্মকর্তাদের পরামর্শ চলে এসেছে। সোলারি অস্থায়ী হিসেবে দায়িত্ব নেয়ার পর রিয়ালের প্রথম পাঁচটি ম্যাচের একটিতেও ইস্কোকে প্রথম একাদশে খেলাননি। বদলি হিসেবে নামলেও এই পাঁচ ম্যাচে সবমিলিয়ে ৭৮ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে রিয়াল কর্মকর্তারা ইস্কোকে দলের প্রথম একাদশে খেলানোর পরামর্শ দিয়েছেন। তাই রোমে মঙ্গলবার রাতের ম্যাচে প্রথম একাদশে দেখা যেতে পারে ইস্কোকে।

বসনিয়ার বিরুদ্ধে কয়েকদিন আগেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের হয়ে অধিনায়কত্ব করেছেন ইস্কো। খেলেছেনও দুর্দান্ত। জাতীয় দলে যখন দারুণ পারফর্ম করছেন, তখন ক্লাব দলে সুযোগ না পাওয়ায় বিস্তর সমালোচনা হয়েছে।

এই মুহূর্তে গ্রুপের যা অবস্থা তাতে দ্বিতীয় রাউন্ডে রিয়াল-রোমা উভয়েরই যাওয়ার সম্ভাবনা। চার ম্যাচে দু’দলেরই পয়েন্ট ৯। তবে গোল ব্যবধানে শীর্ষে রোমা। মঙ্গলবার সিএসকে মস্কো যদি ভিক্টোরিয়া প্লাজেনকে হারাতে না পারে, তাহলে রোমার কাছে হারলেও দ্বিতীয় রাউন্ডে চলে যাবে রিয়াল। সেক্ষেত্রে রোমার আবার ড্র করলেই চলবে।