রাজনীতি

সাতক্ষীরা-২ আজহারসহ জাতীয় পা‌র্টির ৪৭ জন মহা‌জো‌টের প্রার্থী!

By daily satkhira

November 27, 2018

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে এক হয়ে নির্বাচন করবে জাতীয় পার্টি (জাপা)। তবে  সোমবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মহাজোটগতভাবে প্রার্থী ঘোষণা করা হয়নি। কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে গণমাধ্যমের কাছে একটি তালিকা দেওয়া হয়েছে, যেখানে ৪৭ জন প্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে অধিকাংশই বর্তমানে সাংসদ। যদিও এর মধ্যে একাধিক আসনে আওয়ামী লীগও দলীয় মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টির এই ৪৭ জনের নাম নিচে দেওয়া হলো হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর-৩ ও ঢাকা-১৭, বেগম রওশন এরশাদ ময়মনসিংহ-৪ ও ময়মনসিংহ-৭, এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১, আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫, কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬, জিয়াউদ্দিন বাবলু কক্সবাজার-৩, মসিউর রহমান রাঙ্গা রংপুর-১, মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩, নাসরিন জাহান বরিশাল-৬, শওকত চৌধুরী বা আদেলুর আদেল নীলফামারী-৪, আক্কাস আলী সরকার কুড়িগ্রাম-৩, শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১, শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২, নুরুল ইসলাম তালুকদার বগুড়া-৩, নুরুল ইসলাম ওমর বগুড়া-৬, আলতাফ আলী বগুড়া-৭, রুস্তম আলী ফরাজী পিরোজপুর-৩, সালাউদ্দিন আহমেদ ময়মনসিংহ-৫, ফখরুল ইমাম ময়মনসিংহ-৮, সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা-৪, লিয়াকত হোসেন নারায়ণগঞ্জ-৩, সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫, পীর ফজলুর রহমান মেজবাহ সুনামগঞ্জ-৪, ইয়াহ হিয়া চৌধুরী সিলেট-২, সেলিম উদ্দিন সিলেট-৫, আমির হোসেন ভূঁইয়া কুমিল্লা-২, নুরুল ইসলাম কুমিল্লা-৮, মো. নোমান লক্ষ্মীপুর-২, জি এম কাদের লালমনিরহাট-৩, সুনীল শুভরায় খুলনা-১, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩, মাসুদ পারভেজ (সোহেল রানা) বরিশাল-২, আতিকুর রহমান হবিগঞ্জ-১, দিলারা খন্দকার গাইবান্ধা-৩, রেজাউল ইসলাম ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২, পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রাম-২, এইচ এম গোলাম শহীদ গাইবান্ধা-৫, আবুল হোসেন রাজশাহী-৫, আজাহার হোসেন সাতক্ষীরা-২, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল বা ফারুক কাদের নীলফামারী-৩, শাহরিয়ার জামিল কুষ্টিয়া-১, মো. আবু তালহা নাটোর-১, দেলোয়ার হোসেন দিনাজপুর-৬, আশরাফ-উদ-দৌলা কুড়িগ্রাম-৪ এবং মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুক (ইসলামি জোট) নোয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন।