দেশের খবর: রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এমএ মমিনের কাছে প্রথমে প্রধানমন্ত্রীর ও পরে নিজের মনোনয়নপত্র জমা দেন স্পিকার।
মনোনয়নপত্র দাখিল শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। এরপর আমিও মনোনয়নপত্র দাখিল করলাম। এখানে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই। দল সিদ্ধান্ত নেবে এ আসনে কে নির্বাচন করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন কে নির্বাচন করবেন। এর আগে সকালে পীরগঞ্জের ফতেপুর জয়সনদে প্রয়াত ড. এম ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর-৬ আসনের বর্তমান এমপি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাহাঙ্গীর আলম বুলবুল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী।