খুলনা

পাইকগাছায় আলোচিত ধর্ষণ মামলার তদন্ত শুরু করেছে মানবাধিকার সংগঠণ

By daily satkhira

January 14, 2017

পাইকগাছা ব্যুরো : পাইকগাছায় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শনিবার সকালে পাইকগাছার আলোচিত একটি ধর্ষণ মামলার তদন্ত কাজ শুরু করেছেন। তদন্তকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিচালক ও কয়রা-পাইকগাছার সমন্বয়কারী নিজাম উদ্দীন। উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রণব কান্তি মন্ডল, আব্দুল আলী, আজহারুল ইসলাম পল্টু ও প্রশান্ত রায়। উল্লেখ্য, উপজেলার রাড়–লী গ্রামের সালাম গাজীর বিরুদ্ধে ২৯ অক্টোবর রাতে আজাদুল গাজীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) ০৯ (১)-৩০ ধারায় ২৫নং করা মামলা হয়। মামলায় পুলিশের গড়িমসির কারণে ভিকটিম রাবেয়া খাতুন ১৯ ডিসেম্বর’১৬ পুলিশ মহাপরিদর্শক এ,কে,এম শহিদুল হক বরাবর স্ব-হস্তে লিখিত অভিযোগ দাখিল করে। যার ডায়েরি নং- ১৩৮৪, তাং- ১৯/১২/২০১৬। পুলিশ মহাপরিদর্শক বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার, খুলনাকে পাঠালে তার নির্দেশে পাইকগাছা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আসামি সালাম গাজীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরবর্তীতে কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ২ জানুয়ারি’১৭ তারিখে মানবাধিকার সংগঠণের কাছে আইনী সহায়তার জন্য আবেদন করে।