আশাশুনি

বুধহাটায় ৪ ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন; কোটি টাকার ক্ষতির আশংকা

By Daily Satkhira

November 27, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের ৪টি ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় ব্যাপক খয়ক্ষতি আসংখা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮ টা ৫০ মিনিটের দিকে। প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাত ৯টার একটু আগে বুধহাটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে বুধহাটা টু সাতক্ষীরা সড়কের পূর্ব পাশে অবস্থিত বুধহাটা গ্রামের মৃত গফ্ফার মেম্বারের পুত্র মাহাবুবর রহমার রঞ্জুর বিসমিল্লাহ হার্ডওয়ারে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুনের লেলিহান শিক্ষা এতই শক্তিশালী ছিলো যে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী ফাহিম ইলেকট্রনিক্স, বিচিত্রা স্টোর ও রাজা ভ্যারইটিস স্টোরে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনা স্থানে এসে আগুন নিয়ন্ত্র আনার আগেই রাজা স্টোর, বিচিত্রা স্টোর আংশিক ক্ষতিগ্রস্থ হলেও বিসমিল্লাহ হার্ডওয়ার ও ফাহিম ইলেকট্রনিক্স পুড়ে ছাই হয়ে যায়। বিসমিল্লাহ হার্ডওয়ারের মালিক রঞ্জু জানান, এ ঘটনায় তার প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানা না গেলেও ধারনা করা হচ্ছে বৈদ্যতিব সটসার্কিট থেকে এ আগুন লাগতে পারে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীপ লেজা, থানা ভাারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনা স্থান পরিিদর্শন করেছেন।