খেলা

৩৬ বছর পর ইমরানের কীর্তি স্পর্শ ইয়াসির শাহ’র

By daily satkhira

November 28, 2018

অনলাইন ডেস্ক: একদিনে দশ উইকেট। গত সোমবার এটাই ছিল ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় খবর। কিন্তু গত মঙ্গলবার সেই দশের পরে আরও চার উইকেট ঝুলিতে পুরে ফের শিরোনামে পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ।

তার স্পিন ভেল্কিতে নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৬ রানে হারাল পাকিস্তান। দ্বিতীয় টেস্ট জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করল হাসান আলিরা। দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ৩২ বছর বয়সী লেগ স্পিনার। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের কীর্তি ছুঁয়ে ফেললেন ইয়াসির।

পাকিস্তানের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ১৪ উইকেট পাওয়ার কীর্তি রয়েছে ইমরান খানের। ১৯৮২ সালে লাহোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ১১৬ রান খরচ করে ১৪ উইকেট পেয়েছিলেন ইমরান। ৩৬ বছর পর ইমরানের সেই কীর্তি ছুঁলেন ইয়াসির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৪ রান খরচ করে ১৪ উইকেট পেয়েছেন ডানহাতি স্পিনার। পাকিস্তানের হয়ে টেস্টে এটাই কোন বোলারের দ্বিতীয় সেরা পারফর্ম্যান্স। প্রথম স্থানে রয়েছেন ইমরান খান।