বিদেশের খবর: সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তিউনিসিয়া সফরকালে দেশটির রাজধানী তিউনিসের হাবিব বুরগুইবা এভিনিউয়ে বুধবার বিক্ষোভ করে স্থানীয়রা। ‘সুস্বাগত নয়, তিউনিসীয়রা সৌদি যুবরাজের তিউনিসিয়া সফরের বিরুদ্ধে’ লেখা পোস্টার ছিল অনেকের হাতে। এক নারী সেই পোস্টারের সঙ্গে করাত উঁচিয়ে বিক্ষোভে যোগ দেন। ধারণা করা হচ্ছে, ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করার প্রতিবাদেই হয়তো তিউনিসিয়ার নারীরা করাত উঁচিয়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। সূত্র: এএফপি