সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা পরিষদের আরেক তুঘলকি কাণ্ড! ৩ শতক জমি ৩৬ টাকায় কৃষিকাজের জন্য ইজারা, উঠছে পাকা ঘর

By Daily Satkhira

January 14, 2017

এম বেলাল হোসাইন: সাতক্ষীরা জেলা পরিষদকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার আরেকটি নমুনা পাওয়া গেছে। মাত্র ১ বছরের জন্য কৃষিকাজে জমি ইজারা দিয়ে তাতে বিল্ডিং নির্মাণের সুযোগ করে দেয়া হয়েছে। ভোমরায় পাকা রস্তার পাশে ৩৬ (ভ্যাটসহ) টাকায় ইজারা দেওয়া হয়েছে সাতক্ষীরা জেলা পরিষদের ৩ শতক জমি। তবে ওই জমিতে চাষাবাদ করার কথা থাকলেও ইতোমধ্যে শুরু হয়েছে পাকা স্থাপনা নির্মাণ। ভোমরা রাস্তার নবাতকাটি মৌজায় সাতক্ষীরা জেলা পরিষদের ৩ শতক কৃষি জমি গত ১ জুলাই ১ বছরের জন্য ইজারা প্রদান করা হয়। ওই ইজারা নিয়েছেন মাহমুদপুর গ্রামের রাহাতুল্লাহ মল্লিকের ছেলে মোঃ রহমান আলী। ইতোমধ্যে তিনি ওই জমিতে পাকা স্থাপনাও নির্মাণ শুরু করেছেন। তবে হাস্যকর বিষয় হলো ওই জমির ইজারা নিতে ভ্যাটসহ রহমত আলীর খরচ হয়েছে ৩৬ টাকা। যা তিনি গত ১ জুলাই’ ১৬ থেকে ৩০ জুন’ ১৭ পর্যন্ত ভোগ দখল করতে পারবেন। এবিষয়ে সাতক্ষীরা জেলা পরিষদের বহুল আলোচিত প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ফাইল না দেখে আমি কিছু বলতে পারব না। অফিসে গিয়ে ফাইল দেখে তবেই জানাতে পারব। অন্যদিকে, জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওই জমিটা যখন তাকে ইজারা দেওয়া হয়েছিল তখন তিনি চাষাবাদ করবেন বলেন এত কম মূল্য নির্ধারণ করা হয়। তিনি সেখানে কোন স্থাপনা নির্মাণ করবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কিন্তু সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছেন এধরনের অভিযোগ অফিসে জমা পড়েছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই জমি ইজারা গ্রহণকারী রহমত আলী বলেন, ওই জমিতে পাকা স্থাপনা নির্মাণ করার অনুমতি আমার রয়েছে। এছাড়া আমি সম্পূর্ণ খাস জমির উপর স্থাপনা নির্মাণ করছি না। সেখানে আমার দালিলিক সম্পত্তিও রয়েছে। আর এ জমি নিয়ে সাতক্ষীরাওয়ালাদের সাথে আমাদের অনেক ঝামেলা হয়েছে। আমার চাচা মুক্তিযোদ্ধা তিনি তাদের মারপিটও করতে গিয়েছিলেন। এছাড়া বিস্তারিত জানতে হলে সামনা-সামনি কথা বলতে হবে।