জাতীয়

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট

By daily satkhira

November 28, 2018

দেশের খবর: আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং এর ফলাফল নিয়ে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে।

ইপির ডেমোক্রেসি সাপোর্ট অ্যান্ড ইলেকশন কো–অর্ডিনেশন গ্রুপের দুজন সহযোগী চেয়ারপারসন ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও লিন্ডা ম্যাকএভান মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে একথা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউরোপীয় পার্লামেন্টের পক্ষে কোনো সদস্যের এ নির্বাচন পর্যবেক্ষণ করা বা নির্বাচনপ্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার নেই। এরপরও যদি ইপির কোনো সদস্য এই নির্বাচন বিষয়ে কোনো মন্তব্য করেন, তবে তা ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের মত বলে গ্রাহ্য হবে না।’