যশোর

পদত্যাগের পর যশোর ৩ ও ৬ আসনে মনোনয়ন কিনলেন শাহীন চাকলাদার

By Daily Satkhira

November 28, 2018

যশোর সংবাদদাতা: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে দুটি আসনে মনোনয়ন ক্রয় করলেন দলের নেতাকার্মীরা।

বুধবার জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

দুপুরের পর মনোনয়ন জমাও দেয়া হবে। আওয়ামী লীগের হাইকমান্ডের গ্রিন সিগন্যাল পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

এর পর গুঞ্জন ছড়িয়ে পড়ে যশোর-৩ (সদর) আসনে প্রার্থী পরিবর্তন হচ্ছে। আর শাহীন চাকলাদার প্রার্থী হচ্ছেন। তবে গুঞ্জন অনেকটা পরিষ্কার হয়েছে।

আজ যশোরের দুটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহীন চাকলাদার।

জানতে চাইলে শাহীন চাকলাদারের অনুসারী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহামুদ হাসান বিপু বলেন, শাহীন ভাইয়ের পক্ষে যশোর-৩ (সদর) ও যশোর-৬ (কেশবপুর) আসনে দুটি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। দুপুরের পর জমা দেয়া হবে। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, নেত্রী যে আসনে মনোনয়ন দেবেন, ভাই সেখানে ভোট করবেন। নেত্রী মনোনয়ন প্রত্যাহার করে নিতে বললে, তিনি নেবেন। আশা করছি সুসংবাদ পাব।