জাতীয়

জাপা মহাসচিবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

By daily satkhira

November 28, 2018

দেশের খবর: জাতীয় পাটির (জাপা) মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারকে অবাঞ্ছিত ঘোষণা করে শহরে ঝাড়ু মিছিল করেছে কয়েক হাজার নারী পুরুষ। এছাড়াও মিছিল শেষে এবিএম রুহুল আমিন হাওলাদারের কুশ পুত্তলিকা দাহ করা হয়। মিছিল প্রদর্শনকালে কয়েক হাজার নারী ও পুরুষ রুহুল আমিনকে কটূক্তিসহ নানা স্লোগান দিতে থাকে।

বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে পটুয়াখালী শহরে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হেলিকপ্টার যোগে পটুয়াখালীতে এসে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এমন খবর সাধারণ মানুষের কাছে গেলে ক্ষোভের সৃষ্টি হয় এবং ওই দিনই পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়ার বাসার সামনে নারী-পুরুষ জড়ো হয়ে জাপা মহাসচিবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হাজার হাজার নারী-পুরুষ ও নেতাকর্মী জড়ো হয়।

এসময় জাপা মহাসচিব রুহুল আমিনকে উল্লেখ করে নানা স্লোগান দেয় তারা। বেলা সাড়ে ১১টার দিকে আগত নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ঝাড়ু ও জুতা প্রর্দশন করে শহরে একটি বিশাল মিছিল বের করে। পরে লঞ্চ টার্মিনাল চত্বরে তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।

এদিকে মঙ্গলবার হেলিকপ্টারে করে পটুয়াখালী-১ আসনের তিন উপজেলা পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা সফর করেন এবিএম রুহুল আমিন হাওলাদার। তার এই সফরকে নির্বাচনী শোডাউন হিসেবে দেখছে আওয়ামী লীগ নেতারা। এই সফরের মাধ্যমে রুহুল আমিন হাওলাদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও দাবি করেছেন তারা।