সাতক্ষীরা

সাতক্ষীরায় আর্থ-সামাজিক উন্নয়নে ৭দিন ব্যাপি মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

By daily satkhira

November 28, 2018

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরায় আর্থ-সামাজিক উন্নয়নে ৭দিন ব্যাপি মৎস্য চাষ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় কাটিয়াস্থ সুমনা ফাউন্ডেশনের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অধ্যক্ষ আক্তারুল আলম। জন প্রশাসন মন্ত্রনালয়ের অর্থায়নে এবং সুমনা ফাউন্ডেশনের বাস্তবায়নের ৭দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, সুমনা ফাউন্ডেশনের পরিচালক এ এস এম মাকছুদ খান। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, আবু সাঈদ, রাবেয়া সুলতানা, মোঃ নূরুন্নবী খান। কর্মশালায় প্রধান অতিথি বলেন, বেকারত্ব দূর করতে সমন্বিত মৎস্যচাষ আমাদের এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি একই সাথে আমরা দক্ষিণ অঞ্চলে মৎস্য চাষ, শাক-সবজি চাষ ও হাঁস মুরগী পালন করতে পারি তবে তুলনা মূলক ভাবে ব্যয় হ্রাস পাবে। উৎপাদন বৃদ্ধি পাবে। এ প্রশিক্ষণ নিয়ে বাস্তবজীবনে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর হবে। এছাড়া সুফলভোগীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হতে পারবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জিল্লুর রহমান। এসময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।