শ্যামনগর

পুলিশ কাউকে হয়রানি করবেনা: এসপি সাজ্জাদুর রহমান

By daily satkhira

November 28, 2018

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আড়পাংগাশিয়া পিএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বেলা ৪ টায় উপজেলা পুলিশিং ফোরামের সহ-সভাপতি ও জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শিল্পী রানী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশে পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, সাতক্ষীরা জেলা সবদিক থেকে ইতিহাস তথা বিশ্বের দরবারে পরিচিত লাভ করলেও কিছু মানুষ তাদের কুকর্ম দ্বারা বদনাম রটিয়েছে, যারা এসমস্ত করেছে তাদের আমরা লাল কার্ড দেখিয়েছি। তিনি বলেন আমরা শুধু আপনাদের সাথে নয় পাশে আছি।কেউ যদি নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার অরাজকতা করার চেষ্টা করে তাহলে আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি আমাকে জানাবেন, আমি অবশ্যই ব্যবস্থা নেব।কেউ প্রশাসনকে ব্যবহার করে যদি সাধারণ মানুষকে হয়রানি করে আমাকে জানাবেন। এটা পুলিশের জন্য কঠোর সতর্কবার্তা। পুলিশের দ্বারা আজ থেকে এই জনপদে আর কেউ হয়রানি হবেনা। সহকারী কমিশনার ভূমি সুজন সরকার বলেন সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।তিনি সত্য ও ন্যায়ের পথে সকলকে চলার আহবান জানান।বক্তব্যে সহকারী পুলিশ সুপার জামিনুর রহমান বলেন পুলিশ সর্বাক্ষণ আপনাদের সাথে আছি, আশাকরি পুলিশকে আপনারা সহযোগিতা করবেন, পুলিশ আপনাদের কোনো প্রকার হেনেস্তা করলে আমাদের জানান। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, এটা আমার থানায় যোগদানের পর প্রথম বক্তব্য, আমি এই এলাকার সকল মাদক, সন্ত্রাস দমন করতে চাই। আপনারা ফোনের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনারা দুজন একসাথে থেকে আমার কাছে ফোন দিবেন না। তাহলে আমাকে একজন ফোন দিলে আপনার সাথে থাকা অন্যজন দুস্কৃত ব্যক্তিদের বলে দিতে পারে । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ আনিসুর রহমান মোল্লা, বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল,সাবেক চেয়ারম্যান অসিম কুমার মৃধা,মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু বিধুস্রবা মন্ডল,বিভন্ন মুক্তিযোদ্ধা বৃন্দ,প্রেস্কলাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ।সমাবেশে আগত হাজার হাজার মানুষকে পুলিশ সুপারের পক্ষ থেকে মিষ্টি এবং ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।