ফিচার

বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

By Daily Satkhira

November 29, 2018

রাজনীতির খবর: মনোনয়নপত্র দাখিল নিয়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় এ সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। মুন্সীগঞ্জ-২ আসনের সম্ভাব্য প্রার্থী মিজানুর রহমান সিনহা উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দিতে গেলে অপর মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম আজাদের সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষ বাধে। এদিকে, বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে সাবেক ছাত্রদল নেতারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ ছাড়া পটুয়াখালী-১ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে শহরে ঝাড়ূমিছিল ও কুশপুতুল দাহ করেছে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর রিপন মল্লিক আব্দুস সালাম আজাদকে সমর্থন দেন। বুধবার সকাল ১১টার দিকে আব্দুস সালাম আজাদের পক্ষে টঙ্গিবাড়ী সদর বাজারে অবস্থান করছিল তার সমর্থকরা। দুপুর ১২টার দিকে দলের অপর সম্ভাব্য প্রার্থী মিজানুর রহমান সিনহা মনোনয়নপত্র দাখিল করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেলে তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আজাদের সমর্থকরা। এতে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হয়। ঘটনাস্থলে কয়েকটি ককটেলও বিস্ম্ফোরিত হয়। এ সময় ল্যান্ড ক্রুজার মডেলের একটি গাড়ি ভাংচুর করা হয়। পরে পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মোল্লা, বেতকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিগ্যান সিকদারসহ দলের ১৫ নেতাকর্মীকে আটক করে।

টঙ্গিবাড়ী থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, হামলার ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালাম আজাদের পক্ষে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আটক শাহাদাত, আমির হোসেন, বিপ্লব, জনি, এরশাদ, মিজানুর, শহীদসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে দুই দফায় মারামারি হয়। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইদ খোকন জানান, বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের মনোনয়পত্র জমা দিতে অন্যদের সঙ্গে তিনিও জেলা প্রশাসকের কার্যালয়ে যান। কার্যালয়ের দোতলায় প্রথমে জেলা যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে তার ওপর হামলা হয়। মনোনয়নপত্র জমা শেষে মজিবর রহমান সরোয়ার গাড়িতে ওঠার সময় মামুনের নেতৃত্বে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি জেলা যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুনসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে।