খেলার খবর: হারলেই ছিটকে পড়ার শঙ্কা। এমন ম্যাচে লিভারপুলকে হারিয়ে স্বস্তিতে পিএসজি। প্যারিসে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের‘সি’ গ্রুপের ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে পিএসজি। হুয়ান বের্নাতের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বিরতির ঠিক আগে ব্যবধান কমান লিভারপুল মিডফিন্ডার জেমস মিলনার।
১৩তম মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে আলগা বল পেয়ে একটু ভিতরে ঢুকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন হুয়ান বের্নাত।
৩৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় পিএসজি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান এমবাপ্পে। ওখানে এদিনসন কাভানির টোকা কোনোমতে পা দিয়ে ঠেকান বুফ্ফন; কিন্তু বল চলে যায় নেইমারের পায়ে। অনায়াসে আসরে নিচের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে জেমস মিলনারের সফল স্পট কিকে ম্যাচে ফেরে লিভারপুল। ডি-বক্সে সাদিও মানেকে আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া ফাউল করলে পেনাল্টিটি পায় অতিথিরা। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।