স্বাস্থ্য

স্বাস্থ্য সুরক্ষায় বেকিং সোডা

By daily satkhira

November 29, 2018

অনলাইন ডেস্ক: বেকিং সোডার সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। বেকিং সোডা সাধারণত নানা ধরণের উপাদেয় খাবার প্রস্তুতে ব্যবহৃত হয়। খাবার প্রস্তুতে ব্যবহার হলেও স্বাস্থ্য সুরক্ষায় বেকিং সোডার রয়েছে নানা গুণ। ১. সকালে বেকিং সোডা পানিতে মিশিয়ে পান করলে সকালটা অনেক স্বস্তিদায়ক হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগেও একবার বেকিং সোডা মেশানো পানি পান করতে পারেন।

২. বেকিং সোডা ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড একসঙ্গে মিশিয়ে পান করলে বমি বমি ভাব দূর হয়। হৃদরোগ, স্নায়ুবিক সমস্যা, ক্যান্সার ও ফ্লু-এর চিকিৎসাতেও এই দ্রবণ খুবই কাজে দেয়। এটি দেহের কোষ, কলা এবং অঙ্গ থেকে বিষাক্ত পদার্থ ও এসিড বের করে দিয়ে এদের সংযোগকে শক্তিশালী করে।

৩. দেহের পেশীতে টান পরা, ক্লান্তি ও ত্বকের মরা কোষ থেকে রক্ষা পেতে বেকিং সোডা খুবই কাজে দেয়।

৪. গোসলের সময় পানিতে ১ কাপ বেকিং সোডা মিশিয়ে গোসল করলে ত্বক নরম, মসৃণ ও উজ্জ্বল হবে।

৫. ভাইরাসের কারণে ত্বকের প্রদাহ থেকে রক্ষা পেতে সামান্য বেকিং সোডা নিয়ে সরাসরি আক্রান্ত স্থানে লাগিয়ে মৃদু মালিশ করতে হবে। যতোদিন ভাল না হয়, ঠিক এভাবে ততোদিন লাগাতে হবে।