সাতক্ষীরা

সাতক্ষীরা আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন ও এইচ আর ডি নেতৃবৃন্দের সাথে সংলাপ

By daily satkhira

November 29, 2018

প্রেস বিজ্ঞপ্তি: আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন নেতৃবৃন্দ ও এইচ আর ডি নেতৃবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা শাখার কার্যালয়ে কোয়ালিশনের নেতৃবৃন্দের সংলাপে সভাপতিত্ব করেন আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হরেকৃষ্ণ মুন্ডা। ইউরোপিয়ন ইউনিয়নের সহযোগিতায় ও রিলিফ ইন্টার ন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন, আদীবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অপরেশ পাল, সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন, অর্থ সম্পাদক শংকর চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম, আইচ আর ডি’র বিভিন্ন অঞ্চলের সভাপতিবৃন্দ যথাক্রমে কালিঞ্চির গোপাল মুন্ডা, দাতিনাখালীর জগদিশ মুন্ডা, কৈখালীর প্রশান্ত মুন্ডা, খলিষখালীর নিতাই মুন্ডা, গাবুরার অঞ্জলি মুন্ডা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, রিলিফ ইন্টার ন্যাশনালের এইচ আর ডি প্রকল্পের কো-অডিনেটর দিপংকর সাহা। সংলাপে আদিবাসীদের মানবাধিকার, ভূমি অধিকার, প্রত্যয়নপত্র ও সামাজিক নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে আদীবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় হয়।