খেলা

অবশেষে ঢাকা টেস্টে লিটন দাস

By daily satkhira

November 29, 2018

খেলার খবর: অবশেষে ঢাকা টেস্টে ডাক পেলেন লিটন কুমার দাস। জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহীম ইঞ্জুরিতে পড়ায় লিটনের দলে ফেরা নিয়ে ছিল জোর গুঞ্জন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানালো, দলে জায়গা হয়েছে লিটন দাসের।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান লিটন দাসকে দলে অন্তর্ভূক্ত করার কারণ ব্যাখ্যা করেন। তবে তখনও খোলাসা হয়নি যে, দলে লিটন আছেন কী নেই। বিসিবি কিংবা নির্বাচকমণ্ডলি কেউ আনুষ্ঠানিকভাবে জানায় নি বিষয়টি।

অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, লিটন দাসকে ঢাকা টেস্টে দলে নেয়া হয়ে হয়েছে। লিটন দাসসহ ঢাকা টেস্টে বাংলাদেশ দল দাঁড়ালো ১৪ জনে। শুক্রবার (৩০ নভেম্বর) থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট।

এর আগে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছিলেন, যদি মুশফিকুর রহীম ম্যাচে কিপিং করতে পারেন তাহলে লিটনের খেলার সম্ভাবনা নেই। আর যদি মুশফিক কিপিং করতে পারবেন না বলে মনে হয় তাহলে লিটনকে দলে নেয়া হবে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম এবং লিটন কুমার দাস।