অনলাইন ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় পেড়াবাড়িয়া বাজারের ভুয়া হোমিও চিকিৎসক শরিফুল ইসলামের (৪০) দেয়া ওষুধ খেয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ভুয়া চিকিৎসক শরিফুলকে আটক করে চিকিৎসা কেন্দ্রটি হেফাজতে নিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে পেড়াবাড়িয়া বাজারে হোমিও চিকিৎসকের ঘরে গিয়ে ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে জিয়াউর রহমান ও খোকন নামের দুই রোগী। তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে (৪৬) মৃত ঘোষণা করে। আর জিয়াউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকেও মৃত ঘোষণা করে। জিয়াউর রহমান (৪৫) বাগাতিপাড়া পৌর এলাকায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সোনাপাতিল মহল্লার মৃত সাজদার মাস্টারের ছেলে। আর খোকন উপজেলার ফাগুয়ারদিয়ার এলাকার আব্দুল মজিদের জামাই। তিনি ঘরজামাই থেকে এলাকায় গামের্ন্টস কাপড়ের ব্যবসা করতেন। এলাকাবাসীর ধারণা, ওই চিকিৎসক রোগীদের যৌন উত্তেজক কোনো পানীয় বা স্পিরিট জাতীয় কোনো বিষাক্ত পদার্থ পান করিয়েছিলেন। এদিকে এ ঘটনার পরপরই পুলিশ গিয়ে ভুয়া চিকিৎসক শরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়। শরিফুল লক্ষণহাটি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’