আন্তর্জাতিক

ইরানকে ‘ফ্রি-ট্রেড’ সুবিধা দিলেন পুতিন

By daily satkhira

November 29, 2018

বিদেশের খবর: ইরানের বহুল প্রতীক্ষিত মুক্তবাণিজ্য বিষয়ক চুক্তি অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে রুশ নেতৃত্বাধীন আঞ্চলিক ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে যুক্ত হতে পারবে ইরান। খবর আইআরআইএর। এর আগে রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমা ও ফেডারেল অ্যাসেম্বলিতে ইরানের সঙ্গে দেশটির ওই চুক্তিটি অনুমোদন। আইনি বডিতে চুক্তি অনুমোদনের পর সেটি চূড়ান্ত করেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার নিয়ম অনুযায়ী, চুক্তিটি ফেডারেল আইনে পরিণত হয়েছে। ফলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে চুক্তিটি বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে এবং এই চুক্তি মানতে সবাই বাধ্য। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য দেশগুলো হচ্ছে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরগিজিস্তান।