ডেস্ক রিপোর্ট: আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ১১টায় এ মোনাজাত শুরু হয়। প্রায় ৩৬ মিনিটের এ মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। এর আগে সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু হয়। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, দুনিয়া ও আখেরাতের শান্তি এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
বিশেষ তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুণাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত চেয়ে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করেন মুসল্লিরা। মোনাজাতের সময় লাখো মুসল্লির কণ্ঠে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। হাজার হাজার মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়েছেন আখেরি মোনাজাতে অংশ নিতে। সেখানে ফজরের নামাজেও আশপাশের এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। সকাল থেকেই টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল নামে। তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে মুসল্লিরা এসেছেন তুরাগ তীরে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়া ও আশপাশের এলাকাজুড়ে মানুষের বাঁধভাঙা স্রোত নেমে আসে। সবার উদ্দেশ্য আখেরি মোনাজাতে অংশ নেয়া আর আল্লাহর নৈকট্য লাভ করা। আজ ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। ২৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমার আসর। গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় ছয় হাজারের বেশি পুলিশ থাকবে। এ ছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। মোনজাতকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।