সাতক্ষীরা

শিক্ষার্থীদের কাদিয়ে পরপারে চলে গেলেন গণিত শিক্ষক দীপক হোড়।

By daily satkhira

November 29, 2018

ঝাউডাঙ্গা প্রতিনিধি: হাজারো ছাত্র /ছাত্রীদের গুনগ্রাহীতা সহকর্মদের কাঁদিয়ে পর পারে চলো গেলেন শিক্ষক দীপক হোড়। তিনি সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বি এস সি গণিত শিক্ষক মৃত্যু কালো তার বয়ষ হয়োছিল ৫১ বছর। পারিবারিক সূত্তে জানা গেছে গত বুধবার ১৮ নভেম্বর রাত ১০ টার দিকে তিনি হঠাৎ অস্থহ হয়ে পড়েন। স্থানীয় চিকিৎসকগন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। রাত ১২টার দিকে তাকে সাতক্ষীরা একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়।সেখানে ডাঃফয়সাল ও ডাঃ কল্যানাশীষ সরকারের তত্ববাধায়নে চিকিস্যার চলতে থাকে।বৃস্হপতিবার ২৯ নভেম্বর সকাল ১০টার দিকে চিকিস্যারত অবস্থায় তিনি রিদযন্তের বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।তিনি ১ পুত্র ১ কন্যা সস্তানের জনক ছিলেন।কন্যা মৌসুমি হোড় জগন্নাথ ইউনিভার্সিটি প্রানী বিদ্যায় অর্নাস ফাইনাল ইয়ারে ও ছেলে প্রদীপ কুমার হোড় জে এসসি পরীক্ষা দিয়েছে। দীপক হোড় এর মরাদেহ সকাল ১১ টার দিকে তার কর্মস্হল ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে আসলে সেখানে এক বিদায়ক দৃশ্যের অবতারনা হয়।এ সময় স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল।ছাএ ছাত্রীরা শিক্ষক কর্মচারী পরীক্ষা বন্ধ করে তাদের প্রিয় স্যারকে এক নজরে দেখতেভীড় জমাতে থাকে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ঝাউডাঙ্গা ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দীন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই প্রমখ।দীপক হোড় ১৯৯০ সালে বি এসসি গণিত শিক্ষক হিসাবে ঝাউডাঙ্গা হাইস্কুলে যোগদান করের।দীর্ঘ ২৮ বছর শিক্ষকতা জীবনে তিনি শত শত ডাক্তার ইন্জির্নিয়ার প্রসাসনিক কর্মকতা প্রভাষক শিক্ষক তৈরি করেছেন। দীপক হোড় কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের অধিবাসী ছিলেন।দীপক হোড়কে পৌর সভার গোপিনাথপুর মহা শ্বাশ্মানে দাহ করা হয়েছে।ঝাউডাঙ্গা ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিস্বাস সাধারন সস্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ যুবলীগের জাহিদ হোসেন মাস্টার তারক নাথ পাল আব্দুল খালেক সহ অংগ সংগঠনের নেতা কর্মরা তার আত্বার শান্তি কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন