বিনোদন

নতুন ছবিতে ফেরদৌস-মৌসুমী

By daily satkhira

January 15, 2017

বিনেদন ডেস্ক: নতুন ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় জুটি ফেরদৌস-মৌসুমী। ছবির নাম ‘লাল কাহই’। এটি পরিচালনা করবেন আবির খান। জানা গেছে, এই ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করার কথা ছিল জয়া আহসানের। কিন্তু শিডিউল না মেলায় তিনি ছবিটি করছেন না। তাই জয়ার বদলে মৌসুমীকে নেয়া হয়েছে।  এদিকে ফেরদৌস  বলেন, ‘লাল কাহই’ ছবিতে আমি কাজ করবো এটি চূড়ান্ত। তবে আমার বিপরীতে মৌসুমী থাকবে নাকি জয়া থাকবে সে বিষয়ে আমি সঠিক কিছু জানিনা।’  নির্মাতা আবির খান বলেন, ‘ফেরদৌস-মৌসুমী জুটি নিয়েই আগামী মে-জুন মাসে ছবির শুটিং করবো।’ ফেরদৌস-মৌসুমী জুটি বেঁধে অনেকগুলো সুপারহিট ছবি উপহার দেন। এই জুটির ‘খাইরুন সুন্দরী’ ছবিটি আজও সেরা ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে অন্যতম।